হাফিজুর রহমান হাফিজ : স্টাফ রিপোর্টার পাবনা, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়া জামে মসজিদ সংলগ্ন স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মেহেদি হাসান (২২) নামে এক যুবক বালু বোঝায় দশ চাকার ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৩ ফেব্রুয়াবি) সকালে সাঁড়া ঘাট থেকে বালু বোঝায় করে সাঁড়া চাঁদমাড়ী মোড় হয়ে ঈশ্বরদীর দিকে আসার সময় পিছন থেকে বালু বোঝায় ড্রাম ট্রাক স্বজরে ধাক্কা রিকশার ওপর থাকা যুবক ছিটকে মাটিতে পড়লে তার পায়ের ওপর দিয়ে বালু বোঝায় দশ চাকার ড্রম ট্রাক চালিয়ে নিয়ে যায়। হতহতের সময় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ঢাকা মেট্টো-ট-১৫-৫-৩৬৬ নম্বরের ট্রাকটিকে আটক করে স্থানীরা। আহত যুবকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরিবার সূত্রে জানা যায় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আহত মেহেদি হাসান এর পিতা জুয়েল হোসেন মুটো ফোনে জানান, একটি পায়ের (বাম পা ) অবস্থা এতটায় খারাপ যে অপরেশনের মাধ্যমে কেটে ফেলা লাগবে বলে পরিবারকে জানিয়েছে বিশেষজ্ঞ ডাক্তারগন।