আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধার উদ্যোগে নতুন সড়ক উদ্বোধন



০১ মার্চ মঙ্গলবার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা কমিটির সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা উদ্যোগে ঈশ্বরদী উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া ওয়ার্ড নং (০২) ঈদগাহ রোড সংলগ্ন, ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম এর বাড়ির পাশের নতুন সড়ক উদ্বোধন করা হয়, 

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, আব্দুর রহমান সরদার, নব নির্বাচিত সফল মেম্বার জনাব আইনুল হক হরিণ, সাবেক মেম্বার আজিজুল হক পরামানিক, আন্তর্জাতিক মানবাধিকার এর সদস্য ও সাংবাদিক মোঃ মনির হোসেন, আলম সরদার ও কুদ্দুস আরো অনেকেই উপস্থিত ছিলেন, 

উল্লেখ্য, ১৯২২ সালে যখন সরকার কর্তিক এই রাস্তার জরিপ করা হয় তখন থেকে এই রাস্তায় জন সাধারণ চলা চল শুরু করে, এবং তখন যে সমস্ত গাড়িগুলো চলত যেমন গরুর গাড়ি, মহিষের গাড়ি, এই রাস্তায় চলতে দেখা যেত, আজ- ০১ মার্চ ২০২২ইং তারিখে এই সরকারি গ্রাম‍্য রাস্তার নতুন করে মাপ যোগ চলছে, এই সরকারি জমি মাপের সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন