পুরাতন ঈশ্বরদীর জালাল চিস্তির পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।। গত ২৬ ফেব্রুয়ারি'২২ দিনব্যাপী নাটোরের লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়ন এর পুরাতন ঈশ্বরদীর জালাল চিস্তির দরবারে গনিশাহ বাবার পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।



ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক ও শিল্পী সূফীসাধক গুরুজী এসএম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক, ইনচার্জ মোঃ ফারুক হোসেন তালাশ ও ইউপি সদস্য আব্দুল মান্নান।মিলাদ ও দোয়া পরিচালনা করেন রবিউল আলম রবি চিশতি। শুভেচ্ছা বক্তব্য দেন ওরসের আয়োজক জালাল প্রামানিক। পরে খাজার শানে সংগীত পরিবেশন করেন শিল্পী ফারুক হোসেন তালাশ, এস এম রাজা, জালাল প্রামানিক, দয়াল ঘোষ, রাজু বাউল, আক্কাস দেওয়ান, সানজিদা, রিয়া প্রমুখ। উপস্থাপনায় ছিলেন রবি। সহযোগিতা করেন নাজমুল, রাজা, আসিফ প্রমুখ। প্রচুর দর্শক শ্রোতা গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন