বর্ণাঢ্য আয়োজনে স্পন্দন ব্যান্ড ও সাউন্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


স্টাফ রিপোর্টার।। গত ১৮ ফেব্রুয়ারি'২২ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পাকশীর ঐতিহ্যবাহী স্পন্দন ব্যান্ড ও সাউন্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংসন সম্পাদক ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। সভাপতিত্ব করেন স্পন্দনের পরিচালক সলিল আহমেদ বকুল। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন স্পন্দনের প্রতিষ্ঠাতা সোহেল রশিদ বিপ্লব। প্রীতি সম্মিলোন, মধ্যাহ্নভোজ, আলোকসজ্জা,কেককাটা ও সংগীত সন্ধ্যার মধ্যদিয়ে দিনব্যাপী আনন্দ আয়োজনের সমাপ্তি ঘটে। সংগীতানুষ্ঠানে যেসকল শিল্পীরা সংগীত পরিবেশন করে মঞ্চমাতিয়ে তোলেন তারা হলেন এস এম রাজা,আনিকা শ্যামা উপমা,শামীম আলম, ববি,মুন,জীবন,উষান রনি,মানিক মন্ডল, জাফর,জয়নাল,শাওন,মানিক মালিথা প্রমূখ। সংগীতানুষ্ঠান পরিচালনা করেন মানিক মন্ডল। প্রচুর ভক্ত সুধী অনুষ্ঠান উপভোগ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন