ঈশ্বরদীতে নানা কর্ম সূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত


ঈশ্বরদীতে নানা কর্ম সূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ততকালীন রেসকোর্স ময়দানে এক উত্তাল জনসমুদ্রে এ দেশের স্বাধীনতার প্রস্তুতির ডাক দিয়েছিলেন।  


বঙ্গবন্ধু তাঁর বজ্রকণ্ঠে বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই ভাষণ বাঙালির মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের এক মহাকাব্য। এই ভাষণ এখন বিশ্ব ঐতিহ্যের অন্যতম।  বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এ দেশের মানুষকে স্বাধীনতার প্রস্তুতি গ্রহণ করতে উজ্জীবিত করে।


দীর্ঘদিনের পরাধীনতার শোষণ, নির্যাতনের বিরুদ্ধে জ্বলে ওঠার মন্ত্র হিসেবে কাজ করে। ভাষণে উদ্দীপ্ত হয়ে আপামর জনগণ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করে। সাঁড়া দেশের ন্যায় ঈশ্বরদীতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নানা কর্মস‚চির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।  


সোমবার (৭ মার্চ) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে দিবসটি সুচনা করা হয়। পরে জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

 

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহাক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, ঈশ্বরদী উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, ঈশ্বরদী পৌর আওয়ামী যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, যুবলীগ নেতা তহিদুজ্জামান দোলন বিশ্বাস,  ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সুমন দাস আরো অনেকেই সে সময় উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন