পাবনা পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশে পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পাবনা জেলা গোয়েন্দা শাখা।
১০ মার্চ বৃহস্পতিবার, ভোরে ৪.৪৫ মিনিটের সময় মোঃ আব্দুল্লাহ আল-ফারূক (৪৮) পিতা মোঃ আবুল হোসেন, সং- পাবনা জেলার আতাইকুলা থানার পূর্বগ্রাম ঈদগাহ মাঠের পাশে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্রেফতার করে পাবনা জেলা গোয়েন্দা শাখা একটি অভিযানিক দল উল্লেখ্য আসামির বিরুদ্ধে আতাইকুলা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।