ঈশ্বরদীতে বেলারুশ নাগরিকের মৃত্যু



স্টাফ রিপোর্টার ।। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ঠিকাদারী প্রতিষ্ঠান নরুইনওয়াল্ড এর প্রকৌশলী ও বেলারুশ নাগরিকইভানুমাকসিম(৫১) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে গ্রীণসিটির একটি কক্ষ থেকে ঐ লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায় গ্রীণসিটির ১ নং ভবনের ১৫ তলার ১৫২ নং কক্ষে ঐ বেলারুশ নাগরিক বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে তিনি অন্যদিসেনর মতই ঘুমিয়ে পড়েন। 

মধ্যরাতে স্ট্রক করে মারা যান। শুক্রবার সকালে অফিস সময়ে তিনি নির্ধারিত গাড়িতে আসতে দেরী করায় খোজ নিতে গিয়ে তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। 

অচেতন অবস্থায় তাকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্য হয়েছে বলে জানানোর পর ময়না তদন্ত শেষে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। 

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, মরদেহের সুরুৎহাল শেষে ময়না তদন্তের পর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন