আজ ৯মে দুপুরে ঈশ্বরদী কেন্দ্রিক সামাজিক সংগঠন ঈশ্বরদী'য়ান নিমন্ত্রণ পত্র দিয়ে একটু ভিন্ন আঙ্গিকে সারা ঘাটের ব্লকের উপরে দুই শতাধিক গুচ্ছ গ্রামবাসীকে খাওয়ালো গোস্ত-ভাত। খাবারের মেন্যুতে ছিল সাদা ভাত, ডিম, গরুর মাংস, পাতলা ডাল ও মিষ্টি।
ঈশ্বরদী'য়ান সংঠনটির মুখপাত্র শাহরিয়ার অমিত বলেন, ঈদের ২য় দিন ঘুরতে গিয়েছিলাম সাড়া ঘাটে। সেখানকার গুচ্ছ গ্রামের বাসিন্দাদের ঈদের খাবারের আয়োজনে কি ছিল জানতে চাইলে মুষ্টিমেয় কিছুজন বাদে অধিকাংশ মানুষ বলে খেয়েছি পোল্ট্রি মুরগি! ব্যাপারটা আমাকে ভাবিয়ে তুলে। তাৎক্ষণিক মনস্থির করি তাদের একবেলা পেটপুরে খাওয়াবো। কিন্তু ইচ্ছা থাকলেও আটকে যাচ্ছিলাম অর্থ নামক জেলখানায়! সেখান থেকে আমাদের মুক্তি দেয় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মানবিক পুলিশ অফিসার শ্রদ্ধেয় আসাদুজ্জামান স্যার সাথে রূপপুর ফাড়ির ইনচার্জ এবং রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর আতিকুল ইসলাম (আতিক) ভাইয়া। এবাদেও পর্দার আড়ালে থাকা আমাদের ঈশ্বরদী'য়ান সংগঠনটির বেশ কিছু শুভাকাঙ্ক্ষীদের সমন্বয়ে আজ আমরা দুইশত দুস্থ মানুষের মুখে তুলে দিতে পেরেছি গোস্ত ভাত। পুরো দেশের খবর জানিনা তবে আমাদের প্রানের শহর ঈশ্বরদীর প্রশাসন যে জনবান্ধব এটা অন্তত এখন আমি বুকে হাত দিয়ে বলতে পারি।
সংগঠনটির আরেকজন মুখপাত্র শফিকুল ইসলাম জয় বলেন, আর্থিক যোগান পর্যাপ্ত না থাকায় আমরা প্রথমে ভেবেই নিয়েছিলাম গরুর গোশত দিয়ে নয় বরং এবারের আয়োজন মুরগির গোস্ত দিয়েই করতে হবে। কিন্তু কথায় আছে না ইচ্ছে থাকলে উপায় হয়। আর আমাদের সেই ইচ্ছাটাকে পূর্ণতা দিল আমাদের সকলের প্রিয় মানবিক পুলিশ অফিসার জনাব আসাদুজ্জামান স্যার। স্যার বলেন, পরিমাণে কম হলেও গরুর গোশত খাওয়াতে হবে। মুরগির মাংস তারা ঈদের দিনও খেয়েছে। আজকেও খেলে তফাতটা কি থাকল?
জয় আরও বলেন, আমার সবচাইতে ভাল লেগেছে যে ব্যাপারটি, তাদের যখন আমরা নিমন্ত্রণ পত্রটি দিয়ে আসছিলাম তখন জোর গলায় বলে আসছিলাম, আপনারা অবশ্যই সবাই গিফট ছাড়া খেতে আসবেন।
এছাড়াও সহযোগী সংগঠন হিসেবে ছিল ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাব, হাসি ফুটুক ওদের মুখে ও সাতরঙা ইভেন্ট ম্যানেজমেন্ট।
উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন, সাপ্তাহিক সমকোণ পত্রিকার নির্বাহী সম্পাদক রোহান খান।
এবাদেও স্থানীয় তারেক মাহমুদ পলাশ ও তার বন্ধু মহলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রোগ্রামটি।