পাবনা ঈশ্বরদীতে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

 ফিরোজ মাহমুদ: ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় বিদায়ী অনুষ্ঠান  হয়। সেখানে কবির  ভাষায় আলোকপাঠ করেন ‘যেতে নাহি দিব হায়,তবু যেতে দিতে হয়’ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন অত্র বিদ্যালয়ের ছাত্রী  তাসমিয়া তন্মি,পাঠের মধ্যে দিয়ে। গত ১৬ জুন (বৃহস্পতি বার) সকাল ১১ টার সময় বিদায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি ছিলেন সাঁড়া ইউনিয়নে চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা এসএসসি পরীক্ষার্থী ভালো করে রেজাল্ট করবে দোয়া করিস সুনামের সঙ্গে তোমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে এটা তোমাদের প্রতি আমার আশাবাদী রাখি তোমরা যদি এই বিদ্যালয় থেকে একটি ভালো স্টুডেন্ট হতে পারো তোমরা যদি সরকারি চাকরি করো আমরা গর্ব করে বলতে পারব আমার স্কুলের একজন ছাত্র বর্তমান সরকারি উচ্চ পর্যায়ে চাকরি করেন তাহলে আমাদের বিদ্যালয়ের সুনাম অর্জন হবে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেয়েদের ২৭ % সরকারি চাকরি দিয়ে থাকেন তাহলে কেন মেয়েরা পিছিয়ে থাকবে মেয়েদেরকে ছেলেদের মত সমান অধিকার দিতে হবে।

বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বক্তব্য রাখেন-এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা, সাবেক পি,পি জর্জ কোর্ট পাবনা তার বক্তব্যের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

 বিদায় অনুষ্ঠানের  প্রধান অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ৯৯ জন  ছাত্র-ছাত্রীর বিদায়ীদের হাতে পরীক্ষার উপকরণ দেওয়া হয়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা, সাবেক পি,পি জর্জ কোর্ট পাবনা। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন  সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদ হায়দার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন