সকাল ৭ টার সময় নানা আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ।
সংগ্রাম উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭৩ বছর, দূর্যোগ দূর্বিপাকে আওয়ামী লীগ সর্বদা মানুষের পাশে
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ দিনের প্রথম প্রহরে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের করেন।
পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এমপি।
এসময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানের ধ্বনিতে প্রকম্পিত হয়। পরে এ কথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গর্বিত পথচলা অব্যাহত থাকুক, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাক বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামীলীগ।
এই সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস,সাবেক পৌর মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু,ঈশ্বরদী পৌরসভার বর্তমান মেয়র ও ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রশিদুল্লাহ,ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী সহ ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা।এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুব মহিলালীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।