১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পণ করেন, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

১৫ আগষ্ট সোমবার যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচির আয়োজন করেন, সকাল ৮ টায় ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করেন, 

পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, এর সুযোগ্য পুত্র, সৎ, আদর্শবান, জনদরদী, সমাজসেবক, বিশ্বাস ফাউন্ডেশন এর চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। 

উল্লেখ:১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে ষড়যন্ত্রকারীরা ব্যবহার করেছে ওই চক্রান্তেরই বাস্তব রূপ দিতে। এরাই স্বাধীনতার সূতিকাগার বলে পরিচিত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটিতে হামলা চালায় গভীর রাতে। হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। বিশ্ব ও মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেদিন তারা কেবল বঙ্গবন্ধুকেই নয়, তার সঙ্গে বাঙালির হাজার বছরের প্রত্যাশার অর্জন স্বাধীনতার আদর্শগুলোকেও হত্যা করতে চেয়েছিল। মুছে ফেলতে অপপ্রয়াস চালিয়েছিল বাঙালির বীরত্বগাথার ইতিহাসও। বঙ্গবন্ধুর নৃশংসতম হত্যাকান্ড বাঙালি জাতির জন্য করুণ বিয়োগগাথা হলেও ভয়ঙ্কর ওই হত্যাকাণ্ডে খুনিদের শাস্তি নিশ্চিত না করে বরং দীর্ঘ সময় ধরে তাদের আড়াল করার অপচেষ্টা হয়েছে। 

এসময় আরও উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা জুয়েল রানা , সাবেক ঈশ্বরদী পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুজ, যুবলীগ নেতা কামাল বিশ্বাস, কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ - সভাপতি মিজান মালিথা, ছাত্রলীগ নেতা আশিক হায়দার বিশালসহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে জাতীয় ও শোক পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন