১৭ই আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে,অপশক্তি ও দোষীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে বলেন, নুরুজ্জামান বিশ্বাস (এমপি)

২০০৫ সালের ১৭ই আগষ্ট সারাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

১৭ আগস্ট বুধবার বিকালে কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,

পাবনা-৪ আসনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এমপি,পথসভায় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে, তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে, তাই দেশবিরোধী অপশক্তি ও দোষীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদে দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাবেক পৌর মেয়র ও বর্তমান ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টূ, ঈশ্বরদী পৌর মেয়র ও ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুল্লাহ,ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা চান্না মন্ডল মন্ডল ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা ও সাবেক ভিপি মুরাদ আলী মালিথা পাবনা জেলা পরিষদের সদস্য শফি বিশ্বাস পাবনা জেলা পরিষদের  সদস্য ও পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু মন্ডল মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মুলাডুলি ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বকুল পাকশী ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান পিন্টু ছলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান বাবলু মালিথা ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সজিব মালিথা , উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়সহ আওয়ামীলীগ মহিলা আওয়ামী লীগ শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন