শারদীয় দুর্গাপূজা-২০২২, উপলক্ষে ঈশ্বরদী থানার পূজামন্ডপ সমূহের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ঈশ্বরদী থানার সভা কক্ষে উপজেলার সকল পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় ওসি অরবিন্দ সরকার বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলকভাবে স্থাপন করতে হবে, আগামী তিন দিনের মধ্যে ঈশ্বরদী থানার মন্দির গুলোতে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণ করবে। প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবকদের আলাদাভাবে ব্যাচ অথবা ছবিসহ কার্ড দিয়ে দায়িত্ব বণ্টন করে দিতে হবে, প্রতিটি স্বেচ্ছাসেবককে শালীন এবং বিনয়ী হয়ে পূজায় দায়িত্ব পালন করতে হবে, সভায় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী ট্রাফিক পরিদর্শক নজরুল ইসলাম, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ এম এ রউফ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মৌবাড়ি ও ঠাকুরবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র সাহা, মৌবাড়ি ও ঠাকুরবাড়ী মন্দির কমিটির সভাপতি দিলীপ সরাফ , কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল, মাতৃ মন্দির কমিটির সভাপতি রমেন্দ্র নাথ রায় বেন্টু সাধারণ সম্পাদক মাধব চন্দ্র পাল , রেলগেট মাতৃ মন্দিরের সভাপতি পার্থ সারথি দে, হরে কৃষ্ণ মন্দিরের বিকাশ কুণ্ডু, শিবশক্তি যোগমায়া মন্দিরের রাজেশ সরাফ , দাশুড়িয়া দেবক্রিয়া মন্দিরের গোপাল অধিকারী , স্কুলপাড়া পূজা কমিটির স্বপন রায়, সহ বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিগণ।