ঈশ্বরদীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

 

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র "শান্তি – শৃঙ্খলা সর্বত্র ” এই স্লোগানে সারাদেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে পৃথক পৃথক আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে -২০২২ পালিত হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে ঈশ্বরদী থানা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্ত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে থানার হলরুমে সুধি সমাবেশের আয়োজন করে ঈশ্বরদী থানা পুলিশ ।

সমাবেশে ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা হাদিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চান্না মন্ডল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ, সাধারন সম্পাদক আব্দুল বাতেন, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, পাকশী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, দাশুড়িয়া ইউপি সদস্য বকুল সরদার, মুলাডুলি ইউপি সদস্য খালেক মালিথা, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস সহ অন্যান্যরা।
সমাবেশে পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, পৌর কাউন্সিলর, মুক্তিযোদ্ধা , সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন