ঈশ্বরদীতে দোলন বিশ্বাসের উদ্যোগে সনি বিশ্বাসের জম্মদিন উদযাপিত

 

ঈশ্বরদীতে পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক  আলী মূর্তজা বিশ্বাস সনি জম্মদিন উপলক্ষে কেক কেটে  উদযাপিত করেছে ঈশ্বরদী উপজেলার যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১২ঃ০১ মিনিটে ঈশ্বরদী শহরের আকবড়ের মোড়ে জাতীয় সংসদ সদস্যর নিজস্ব বাসভবনে এ কেক কাটার আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক, করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ব ও বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য মুজিব বাহিনীর ঈশ্বরদী অঞ্চলের আঞ্চলিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।


উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র ঈসাহক আলী মালিথা,ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।আর ও উপস্থিত ছিলেন,ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনপ্রিয় যুবনেতা আমজাদ হোসেন অবুজ,যুবলীগ নেতা কামাল বিশ্বাস, এম এ সাত্তার,মাঈনুল ইসলাম রাজন,প্রিন্স মাহমুদ,সেলিম হোসেন,সম্রাট হোসেন,ছাত্রলীগের আসিফ বিশ্বাস সহ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করে পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তজা বিশ্বাস সনির সুস্থ্যতা কামনা করে জেলা যুবলীগ কে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা আলোচনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন