ঈশ্বরদীতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আটক ৯ জন

পাবনার ঈশ্বরদীতে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন এবং চোরাইকৃত স্বর্ণ, রুপা ও স্বর্ণের বিক্রয়লব্ধ নগদ ৭,৯০,০০০টাকা উদ্ধার সহ আন্তঃ জেলা চোর/ডাকাত দলের ৯ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে পুলিশ। 

২৯ নভেম্বর ২০২২ ইং তারিখ দিবাগত রাত্রে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন আওতাপাড়া বাজারে মল্লিকা জুয়েলার্স স্বর্ণের দোকানে এক দুর্ধর্ষ চুরি হয়। আসামীরা স্বর্ণের দোকানের পাশে অবস্থিত কাপড়ের দোকানের ভিতর ঢুকে পাশের ওয়াল ছিদ্র করে স্বর্ণের দোকানে প্রবেশ করে চুরি সংঘঠন করে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি চুরি মামলা রুজু হয়।

স্বর্ণ চুরির ঘটনার পর হতে পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় ও তত্ত্বাবধানে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে মোঃ হাদিউল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) ঈশ্বরদী থানা এবং এসআই(নিরস্ত্র) অসিত কুমার বসাক, এসআই(নিরস্ত্র) সাগর কুমার সাহা উক্ত স্বর্ণের দোকান চুরির ঘটনায় সরাসরি জড়িত আসামীদের সনাক্ত করতে সক্ষম হন। 

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে পাবনা ডিবি পুলিশের একটি চৌকস টিম একটানা ৩ দিন অভিযান পরিচালনা করে নয় ডাকাত সদস্যকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। 

আটকৃতরা হলেন,বাগেরহাট জেলার শরণখোলা থানার মৃত রুহুল আমিন এর ছেলে ডাকাত সর্দার মো: শহিদুল হাওলাদার (৪৯),২)মো: আব্দুল মালেক(৪০), পিতা-মো: আব্দুর রহমান, সাং- মধ্য খোন্তাকাটা, থানা- শরণখোলা, জেলা- বাগেরহাট। ৩)মো: বাবুল হাওলাদার ওরফে ভারানী বাবুল(৫২), পিতা-মৃত আব্দুর রহমান, সাং- মধ্য খোন্তাকাটা, থানা- শরণখোলা, জেলা- বাগেরহাট। ৪) মো: বাবুল হাওলাদার ওরফে বোকদা বাবুল(৫০), পিতা- মো: শাহজাহান হাওলাদার, সাং- মধ্য খোন্তাকাটা, থানা- শরণখোলা, জেলা- বাগেরহাট।৫) মোঃ সাঈদ (৫৭), পিতা-মৃত আব্দুস ছাত্তার, সাং-পারখোলাবাড়ীয়া, থানা-নাটোর সদর জেলা-নাটোর। ৬)মোঃ জালাল উদ্দিন (৩৭), পিতা-মৃত দরবেশ আলী, সাং-হৈবতপুর থানা-নাটোর সদর, জেলা-নাটোর। ৭) মোঃ রুস্তম আলী শেখ (৬০), পিতা-মোঃ ফজলুল হক, সাং-মোরশেদ সড়ক শেহলাবুনিয়া, থানা-মোংলা, জেলা-বাগেরহাট। ৮) মোঃ শান্ত মিস্ত্রি (২০), পিতা-রতন মিস্ত্রি, সাং-ধানসাগর, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট। ৯) বাবুল কুলু (৫৩), পিতা-শম্ভুনাথ কুলু, সাং-খেজুরবাড়ীয়া, থানা-মোড়েল গঞ্জ, জেলা-বাগেরহাট। 

অভিযান পরিচালনা করে শান্ত মিস্ত্রি এর নিকট হইতে ৩ ভরি ৫ আনা স্বর্ণ এবং বাবুল কুলু কর্মকারের নিকট স্বর্ণ বিক্রয়ের ৭,৯০,০০০ টাকা আসামী মোঃ শহিদুল হাওলাদার (বাগেরহাট) এর নিকট হইতে উদ্ধার করা হয়। 

চোরাইকৃত স্বর্ণ ০৬ ভরি ৫ আনা রুপা ৫০ ভরি চোরাইকৃত স্বর্ণ বিক্রয়ের ৭,৯০,০০০ টাকা চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি (একটি লোহার রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি স্টার ড্রাইভার, একটি প্লাস, একটি হাতুড়ি, একটি সোচালো লৌহ দন্ড ইত্যাদি ও আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন ১০টি অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে বাংলাদের বিভিন্ন থানায় ১০টি ওয়ারেন্ট পেন্ডিং ছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন