বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য মনোনীত হয়েছেন পাবনার কৃতি সন্তান মোঃ মামুন হোসেন।
(৩১ জুলাই ২০২২) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে মোঃ মামুন হোসেন মনোনীত হওয়ার বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম শিমুল নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য মনোনীত হওয়ায় মোঃ মামুন হোসেন বলেন আমি সবার কাছে কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আদর্শে কাজ করে যেতে চাই এটাই আমার প্রত্যাশা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যান গার্ড হিসাবে কাজ করবো। সবার সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সেতুবন্ধন করে সামনে এগিয়ে যেতে চাই।
উল্লেখ্য যে,
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য মনোনীত হওয়ায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে মোঃ মামুন হোসেনকে ফুলেলর শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।