ভাঙ্গুরায় সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ও গণপাঠাগার কর্মকর্তাদের সাথে কবি ও লেখক এস এম রাজা'র মত বিনিময়

পাবনা জেলা তথা চলনবিল অঞ্চলের জননন্দিত ব্যতিক্রম ধর্মী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ও গণপাঠাগারের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন বিশিষ্ট কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক, সিনিয়র সাংবাদিক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সদস্য সচিব ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠন  ডিডিপির চেয়ারম্যান এস এম রাজা। 

এতে সচেতনের সভাপতি আবু সাইদ বাদশার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মত বিনিময়ে অংশনেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বাবুল, সহসভাপতি আলহাজ্ব মোঃ সেলিম হোসেন, সহসম্পাদক তসলিম সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসির আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ নাজমুল হুদা কালু, দপ্তর সম্পাদক ও গণমাধ্যম কর্মী বিকাশ কুমার চন্দ, ক্রীড়া সম্পাদক সনেট আহমেদ, গণপাঠাগারের  লাইব্ররীয়ান মাসুম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিন খান, প্রবাসী আব্দুর রশিদ বাবলু  প্রমূখ।

পরে কবি এস এম রাজা সচেতন গণপাঠাগার পরিদর্শন করেন এবং তাঁর লেখা ছয়টি কাব্যগ্রন্থ উপহার হিসেবে প্রদান করেন। সচেতনের পক্ষ থেকে কবি এস এম রাজাকে নিজস্ব সংকলন উপহার প্রদান করা হয়।  এসময় সচেতনের কার্যনির্বাহী সদস্য এবং সাধারন সদস্য ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন