১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত

 

১০ই জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

১০ জানুয়ারি মঙ্গলবার  সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধুর জীবনির উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,

(পাবনা-৪) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক আলি মালিথা, শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বিএসআরআই এর পরিচালক ডক্টর কুয়াশা মাহমুদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুয ও দলীয় নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ আলি মালিথা,

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী চক্র দেশে বিদেশে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা আরো তরান্বিত করাতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন