অসহায় গরিব-দুঃখী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য (পাবনা-৪) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।
১৫ জানুয়ারি রবিবার দুপুর ৩ টার সময় আটঘরিয়া উপজেলা লক্ষীপুর ইউনিয়ন বাওইকোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, এমপি তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। সকলেই শেখ হাসিনার জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। করোনা মহামারী থেকে শুরু করে দেশের দুর্যোগ ও দারিদ্র্য মোকাবেলায় তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। পৃথিবীর কোন দেশে করোনা টিকা বিনামূল্যে দিতে পারিনি শেখ হাসিনা আমাদের বিনামূল্যে করোনা টিকা দিয়েছেন, কম্বল বিতরণী অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনা করেছেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আনোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন, আটঘরিয়া পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মুকুল হোসেন, ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ শাহজালাল, বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও করোনা প্রতিরোধ কমিটিরযুগ্ন আহবায়ক ঈশ্বরদী আটঘরিয়ার উদীয়মান নেতৃত্ব যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম, আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোফাজ্জল হোসেন ও ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মন্ডলী আরো অনেকেই সেই সময় উপস্থিত ছিলেন।