ঈশ্বরদীতে বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু,ইন্তেকাল

 


আজ ১৯ জানুয়ারী'২৩ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঈশ্বরদী পৌর এলাকার থানা পাড়া নিজ বাসভবনে সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)

নামাজে জানাজা আজ দুপুর ২ টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জানাযায় উপস্থিত ছিলেন, (পাবনা- ৪) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,পরে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে ও নাতি নাতনিসহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন। আমরা সবাই তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আজ বাদ জহর কেন্দ্রীয় গোরস্থানে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়েছে, তার আত্মীয়-স্বজন এবং সে সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন