ঈশ্বরদীতে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ১২০ পিস সহ মজিবর রহমান নামে এক জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২১জানুয়ারী) রাতে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি থেকে আটক করা হয়, ঐ ইউনিয়নের ৫-নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই এলাকার মৃত মুকিম উদ্দিনের ছেলে মজিবর রহমান (৪৭) বছর।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা রাবার বাজারে আশা মেডিকেল হল দোকানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (পাবনা-খ) সার্কেল, এ সময় ওই দোকানে তল্লাশি করে ১২০ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,(পাবনা-খ) সার্কেলের পরিদর্শক সানোয়ার হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (পাবনা-খ) সার্কেলের জিজ্ঞাসাবাদে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক বিভিন্ন এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করার বিষয়টি স্বীকার করেছে ও নিজের আপন ছোট ভাইয়ের সম্পত্তি অবৈধভাবে দখল হস্তান্তর করে বেশ মোটা অংক টাকা হাতিয়ে নেয় এবং নানা রকম অসামাজিক কাজে লিপ্ত থাকেন আটক মজিবর রহমান।
তিনি বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে, রাতেই তাকে স্থানীয় থানায় সোর্পদ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (পাবনা-খ) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।