পাবনা ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন দীঘা গ্রামে সোয়াত ৭ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়, সোয়াত ঐ গ্রামের সামিউলের পুত্র।
২০ জানুয়ারি শুক্রবার মেয়ের জামাই বাড়িতে সোয়াতের নানা রজব আলী নিজের গাছের খেজুরের রস নিয়ে আসে, এবং সোয়াতের নানা নিজের হাতে নিয়ে আসা খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু সোয়াত।
তাকে তৎক্ষণাৎ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়, রোগীকে পরীক্ষা করার পরে নিপা ভাইরাস ধরা পড়লে, ভালো চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৩ জানুয়ারি সোমবার সকালে তার মৃত্যু হয়।ঈশ্বরদী উপজেলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক শিশুর মৃত্যু হয় বলে জানা যায়।
সোয়াতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, সাহাপুর ইউনিয়ন দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ভালো ছাত্র ছিল বলে জানা যায়।