ঈশ্বরদীতে ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে গুলিতে নিহত ১, আহত ২

 ঈশ্বরদীতে ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে মামুন নামের ১জন গুলিতে নিহত হয়, আহত হয় আরো ২জন।

৪ জানুয়ারি বুধবার রাত ৯ টার সময় ঈশ্বরদী রেলগেট করইতলায় এই ঘটনা ঘটে।জানাযায়, নিহত মামুন (২৬) ঈশ্বরদী পিয়ারাখালী এলাকার মানিকের ছেলে, এই ঘটনায় গুরুতর আহত হয়েছে, শরিফের ছেলে রকি (২৬) ও বরকি বাবুর ছেলে সুমন (৩২),

ঘটনা সূত্রে জানাযায়, ঈশ্বরদী ইপিজেডের কর্মী বহনকারী গাড়ীর বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই  দূর্ঘটনা ঘটে, সেই দূর্ঘটনা রোধে বেপরোয়া গাড়ি স্বাভাবিক চলার জন্য তাদের গতিরোধ করে উল্লেখিত স্থানে সকল গাড়ী চালককে স্বাভাবিক ভাবে গাড়ি চালিয়ে যেতে অনুরোধ করতে থাকে ভিকটিমসহ বেশ কয়েকজন যুবক। একটি করিমনকে থামালে অপরদিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে করিমন চালক এবং লেগুনা চালকের মধ্যে তর্কবিতর্ক হয়, স্থানীয় লোকজন সমাধান করে দেয়। কিছুক্ষণ পর একটি মোটর সাইকেল আরোহী সেখানে এসে হাজির হয়, তারা লেগুনা চালককে কে মেরেছে জানতে চেয়ে গালাগাল শুরু করেন, গালাগালে বিতর্কের এক পর্যায়ে দুর্বৃত্ত গুলি করলে মামুন সেখানে মাটিতে লুটিয়ে পরে, বাকিরা পালিয়ে যেতে দৌঁড় দিলে তাদের উদ্দেশ্যকরে এলোপাথারি গুলিবর্ষণ করলে রকির পিঠে গুলি লাগে। তার সঙ্গীরা সেখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে সেখানে দ্বায়িত্বরত চিকিৎসক মামুনকে মৃত বলে জানান, অপর দুজনের অবস্থা আশংঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন