মুনমুন আক্তার।। কবি সাহিত্যিক ও শিল্পীদের সরব উপস্থিতিতে গত ২৭ জানুয়ারী'২৩ ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য সংস্কৃতি ও সেবামূলক প্রতিষ্ঠান ডিডিপি আয়োজিত কবি কন্ঠে কবিতা পাঠ ও বৈঠকি গানের অনুষ্ঠান সুরের মেলার ২৬৫ পর্ব জংসন ডিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ডিডিপির চেয়ারম্যান ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক ও শিল্পী সুফী সাধক গুরুজীএস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোমুগ্ধকর ও প্রানোবন্ত এই অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি, বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক ও প্রাবন্ধিক আসমান আলী, সাপ্তাহিক বাঁশপত্রের সম্পাদক, উত্তরণের সভাপতি বিশিষ্ট কবি ও সংগঠক আলমগীর কবির হৃদয় ও ঈশ্বরদী হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ আরিফুল শরীফ রাজা।
এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি সংগীত পরিবেশন ও শুভেচ্ছা বক্তব্য দেন কবি মোহাঃ শরিফুজ্জামান কুদ্দুস, কবি নন্দিনী আরজু, এ এইচ টি আব্দুর রাজ্জাক, কবি রফিক আলী, কবি মুনির উদ্দিন, কবি সাধন কুন্ডু, কবি নিলিমা নীল, কবি ওয়াজেদ আলী ফকির, কবি ও সাংবাদিক জাহিদ হাসান, কবি রমজান আলী, কবি নূরে আলম সিদ্দিক নাহিদ, এমএস জোহা, শাহিন আলম, ইলিমাতুল ইসলাম রূপা, ওস্তাদ মুকুল হেসেন, সাঈদ হাসান লিমন, মুনির উদ্দিন ও এস এম রাজা। ঈশ্বরদী,কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীর কবি সাহিত্যিক ও শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।