পাবনায় বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করলেন জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে পাবনা জেলার আব্দুল হামিদ রোডে এবং বাস টার্মিনাল এলাকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পাবনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী।
আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন, ও এই ধারা অব্যাহত থাকবে বলে জানা যায়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এ্যান্ড অপস্)সহ অন্যান্য অফিসারবৃন্দ।