ঈশ্বরদীতে কুকুরের কামড়ে নারী ও শিশু সহ অন্তত ১৬জন আহত হয়েছে।
৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরদী উপজেলার নতুনহাট মোড়, ছলিমপুর, শাহাপুর, বড়ইচাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার একটি মোদিখানার দোকানের পাশে কয়েক দিন আগে একটি কুকুর চারটি বাচ্চা প্রসব করে। শুক্রবার কুকুরটি বাচ্চাগুলো রেখে খাবারের সন্ধানে যায়। ফিরে এসে বাচ্চাগুলো দেখতে না পেয়ে একে একে ১৬জন নারী ও শিশুকে কামড়ে জখম করে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ বললেন, অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন। তবে এই মুহূর্তে আমাদের এখানে সরকারি ভ্যাকসিন নেই। বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে।