ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ফুট ওভারব্রিজ উদ্বোধন করেন, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন


২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২.৩৫ মিনিটের সময় পাবনা ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্লাটফর্মে মঞ্চের অনুষ্ঠিত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশেষ বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি, তিনি বলেন বাংলাদেশ রেলওয়ে উন্নয়নমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন ঈশ্বরদীর জনগণের কাছে ও প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে সবাইকে আহবান করেন।

মঞ্চে উপবিষ্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি,এম ইমরুল কায়েস,ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি, টি,এম রাহসিন কবির।রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোছাঃ নাদিরা ইয়াসমিন জলি এমপি। বাংলাদেশ রেলওয়ে রাজশাহী প্রধান প্রকৌশলী (পশ্চিম) (অ দা) লিয়াকত শরীফ খান। পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ,স,ম আব্দুর রহিম পাকন, বাংলাদেশ ওয়াটার এইট ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জনপ্রার্থ হেফাজ শেখ, ই,এস,ডি ও নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদ উজ্জামান, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী মহা ব্যবস্থাপক (পশ্চিম) (অ দা) সভাপতি জনাব মোঃ কুদরত-ই-খুদা, এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, (পাবনা-৪) মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির, সুযোগ্য পুত্র যুবলীগ নেতা ঈশ্বরদী-আটঘরিয়া উদীয়মান নেতৃত্ব তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস


উপজেলা যুব মহিলালীগ, উপজেলা মহিলা শ্রমিকলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ রেলওয়ে উপজেলা শ্রমিকলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে পুনর্নির্মিত ফুট ওভার ব্রিজ উদ্বোধন ও আধুনিক পাবলিক টয়লেট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশসহ ঈশ্বরদী থানার আইন শৃঙ্খলা বাহিনী এ সময় উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন