ঈশ্বরদীতে দৈনিক স্বতঃকন্ঠের ১৯তম বর্ষপূর্তি উদযাপিত

ঈশ্বরদীতে দৈনিক স্বতঃকন্ঠের ১৯ তম বর্ষপূর্তি জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে,শুক্রবার ১০ই ফেব্রুয়ারী সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা এবং ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুজ্জামান বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন,  সাধারণ সম্পাদক আব্দুল বাতেন খান, সহ সভাপতি মাহবুবুল হক দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরদার,  মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ মহসিন,   সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, সমাজ কল্যাণ সম্পাদক শেখ মেহেদী,  ঈশ্বরদী উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা,  ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক জিএস মাসুদ রানা, বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও করোনা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক যুবনেতা ঈশ্বরদী-আটঘরিয়া উদীয়মান নেতৃত্ব তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,

বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, দৈনিক ভোরের সময় পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মোঃ মুশফিকুর রহমান,উজ্জ্বল হোসেন প্রধান, দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি জাহিদুল ইসলাম নিক্কন,মাহফুজুর রহমান প্রমুখ।

দৈনিক স্বতঃকন্ঠ'র সহকারী সম্পাদক মেহেদী হাসান মিশনের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ ভূমি সম্পাদক খালেদ মাহমুদ সুজন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৈনিক স্বতঃকন্ঠের স্টাফ রির্পোটার সৌরভ কুমার দেবনাথ। অনুষ্ঠানে বক্তারা স্বতঃকন্ঠের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন