ঈশ্বরদীতে দা'ওয়াতে ইসলামীর উদ্যোগে আজিমুশ্বান ইজতিমায়ে যিকির ও নাত অনুষ্ঠিত

 

আন্তর্জাতিক অ-রাজনৈতিক দ্বীনি সংগঠন দা'ওয়াতে ইসলামীর উদ্যোগে গতকাল শনিবার বাদ মাগরিব হতে এক আজিমুশ্বান ইজতিমায়ে যিকির ও নাত মাহফিল এবং নিউ কলোনী দা'ওয়াতে ইসলামীর মাদ্রাসাতুল মদিনার কোরআনে হাফেজ পরীক্ষায় চুড়ান্ত উত্তীর্ণ  ২জন ছাত্রকে পাগড়ি ও সনদপত্র প্রদান করা হয়। 

উক্ত ইজতিমায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামীক স্যাটেলাইট টেলিভিশন মাদানী চ্যানেল বাংলা'র উপস্থাপক হাজী মাওলানা কামাল আক্তারী(দাঃ বাঃ),আরো উপস্থিত ছিলেন দা'ওয়াতে ইসলামী রাজশাহী বিভাগীয় সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান আত্তারী, রাজশাহী মহানগরের সভাপতি রিফাত আক্তারী পাবনা জেলা সভাপতি আবু বক্কর আক্তারী,মাদ্রাসাতুল মদিনার সভাপতি হাজী নুর উদ্দিন (নুরু) আত্তারী ও সাধারণ সম্পাদক সাংবাদিক  সালাউদ্দিন আহমেদ এবং স্থানীয় ওলামায়ে কেরাম সহ বিপুল সংখ্যক এলাকাবাসী। উক্ত ইজতিমা দোয়া ও সালাতু সালাম এর মাধ্যমে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন