১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পূর্বপাড়া রেললাইনের পাশে মরদেহ পড়ে দেখে রেলওয়ে থানায় জানাই এলাকাবাসী। নিহত মিজান বাঘইল পূর্ব পাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ও পেশায় একজন মোটরসাইকেল মিস্ত্রি। নিহতের প্রতিবেশীরা জানান, বুধবার রাত ১০টার দিকে মিজানকে রেললাইনের ওপর বসে থাকতে দেখা গেছে। রাতের যেকোনো এক সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে জানা যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে কোন এক ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছে। তিনি আরো জানান, নিহতের বাসা রেল লাইনের পাশে হওয়ায় প্রায় সময় তিনি নেশা করার জন্য নিরাপদ আশ্রয় স্থান রেললাইনকেই বেছে নিতেন এবং নেশা করা অবস্থায় নিহত মিজান মোবাইলের হেডফোন কানে লাগিয়ে গান শুনতে ছিলেন। এই অবস্থায় ট্রেনে কাটা পরে তিনি নিহত হন। ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশে মিজানুর রহমান মিজান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।