জলিলুর রহমান স্টাফ রিপোর্টার: ঈশ্বরদীর পুরাতন বাসস্ট্যান্ডে শহীদ মাহবুব আহমেদ খান স্মৃতিমঞ্চ সহ রেলওয়ে স্টেশনে যাওয়ার পথ ওভারব্রিজের প্রবেশের মুখে অবৈধ ভাবে গড়ে ওঠা ১৬টির অধিক দোকানপাট উচ্ছেদ অভিযান চালায় বিভাগীয় রেলওয়ে অফিস পাকশী।
বুধবার ৮ই ফেব্রুয়ারি দুপুর ১.০০ টার সময় বিভাগীয় রেলওয়ে ম্যানেজার পাকশী, সাহাসুফি নূর মোহাম্মদ এর নির্দেশে এই অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
উচ্ছেদ দোকানদাররা জানান, আমরা এখানে দীর্ঘদিন ধরে কিছু ফলের দোকান, মদি দোকান ও সেলুনের দোকান থেকে উপার্জিত টাকা দিয়ে ছেলে মেয়ের পড়াশোনা সংসারের বাজার ঘাট করে চলতাম, এখন রেলওয়ে যাত্রীদের গাড়ি পার্কিংয়ের জন্য এই জায়গা বিশেষ প্রয়োজন হওয়ায় আমাদের এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে।
ঈশ্বরদী রেলওয়ে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে এ সময় উপস্থিত ছিলেন,পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান, ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ, ঈশ্বরদী রেলওয়ে গোয়েন্দা শাখার এ,এস,আই সিদ্দিকুর রহমান, ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশসহ ঈশ্বরদী থানার আইন শৃঙ্খলা বাহিনী এ সময় উপস্থিত ছিলেন।