বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার অর্থ সম্পাদক আলিফ হাসান, মাই টিভি 'র ঈশ্বরদী প্রতিনিধি হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখা কার্যালয় রেলওয়ে গেট খান সুপার মার্কেটের চতুর্থ তলায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান এবং মিষ্টি মুখ করানো হয়, ফুল দিয়ে অভিনন্দন জানান সাংবাদিকরা। মাই টিভির ঈশ্বরদী প্রতিনিধি আলিফ হাসানের আগামী দিনের পথ চলার সফলতা কামনা করে বক্তব্য দেন সাংবাদিকরা। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি পায়েল হাসান রিন্টু, সাধারণ সম্পাদক আজিম হায়দার, সহজ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ জয়, অর্থ বিষয়ক সম্পাদক আলিফ হাসান, প্রচার সম্পাদক ওমর ফারুক সানি, শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান রাসেল, নির্বাহী সদস্য সত্যজিৎ কর্মকার, ফিরোজ মাহমুদ,আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সাঁড়া ইউনিয়ন শাখার সভাপতি মাসুদ রানা সানোয়ার, সাহাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ঈশ্বরদী বন্ধন পরিবারের গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, প্রমূখ।