বঙ্গবন্ধুর জন্মদিনে ১০৩ পাউন্ড কেক কাটে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ

স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন"এবারের এই প্রতিপাদ্য সামনে নিয়ে।

১৭ মার্চ শুক্রবার সকাল ৭:৩০ মিনিটের সময় উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০৩ পাউন্ড কেক কাটে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ, সারাদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিশেষ এই দিনটি পালন ও উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে জুম্মার নামাজ শেষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।  

শুক্রবার সন্ধ্যা ৭টার সময় ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধনীতে শুভ শুভ শুভ দিন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন উপলক্ষে স্লোগানে কম্পিত হয় উপজেলা অফিস কার্যালয়ে অডিটোরিয়াম কম্পাউন্ড।

এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগ এর সাবেক উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু,পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ,স,ম আব্দুর রহিম পাকন,পাবনা জেলা পরিষদের সদস্য তফিকুজ্জামান রতন,ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল,ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেন (পাবনা-৪) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির,সুযোগ্য পুত্র যুবলীগ নেতা ঈশ্বরদী-আটঘরিয়ার উদীয়মান নেতৃত্ব তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,  জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন, ঈশ্বরদী উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক জিএস মাসুদ রানা, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন,সহ যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য,১৯২০ সালের এই দিনে রাত ৮ টায় টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন শেখ পরিবারের আদরের 'খোকা' যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’ এবং ‘বঙ্গবন্ধু’ তাঁর হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ, ৫৫ বছর বয়সে কিছু বিপথগামী সেনা কেড়ে নেন তাঁর প্রাণ, কিন্তু দেশের প্রতিটি কোনায় আজ উচ্চারিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন