ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানীর পরিচালকের গাড়ি ড্রাইভার সম্রাট হত্যা মামলার প্রধান আসামি মোঃ আব্দুল মমিন কে গ্রেফতার করেছে র্যাব, সিরাজগঞ্জ র্যাব-১২ এর অধিনায়ক ডিআইজি মোঃ মারুফ হোসেন ২৭ মার্চ সংবাদ সম্মেলনে আব্দুল মমিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সম্রাট ঈশ্বরদী পৌর শহরের মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্প নামক এলাকার আবু বক্কার সিদ্দিকের সন্তান,
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, র্যাবের মাধ্যমে আমরা জেনেছি মামলার প্রধান আসামি আব্দুল মতিন আটক হয়েছে। এ মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, নিখোঁজের দুই দিন পর ২৫ মার্চ সকালে কুষ্টিয়া-পাবনার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকায় প্রাডো গাড়ির মধ্যে থেকে চালক সম্রাটের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনায় নিহত সম্রাটের বন্ধু উপজেলার বাঁশেরবাদা গ্রামের আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুন (২২)কে আটক করেছে। জিজ্ঞাসাবাদে সীমা খাতুন স্বীকার করে যে সম্রাটকে তিনিই হত্যা করেছেন। আর লাশ বস্তায় ভরে প্রাডো গাড়িতে বহন করে স্বামী মমিন নিয়ে যায়। এরপর থেকেই মমিন পলাতক ছিল বলে জানা যায়।