ঈশ্বরদীতে ঐতিহাসিক মাধপুর বটতলায় স্মৃতিচারণ ও দোয়া মাহ্ফিলের আয়োজন


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে নানা আয়োজনে ঐতিহাসিক মাধপুর দিবস পালন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) ঐতিহাসিক মাধপুর বটতলায় স্মৃতিচারণ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ও পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

মাধপুর স্মৃতি যাদু ঘরের সভাপতি এস এম সাজেদুল ইসলাম নিলু’র সভাপতিত্বে স্মৃতি চারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, পাবনা জেলা পরিষদের সদস্য তফিকুজ্জামান রতন মহলদার, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমলাক হোসেন বাবু, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, সাঁডা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও আওয়ামীলীগ নেতা মুরাদ আলী।

ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে ঈশ্বরদীর মাধপুরে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে প্রথম সম্মুখযুদ্ধে শহীদ হন ১৭ জন মুক্তিযোদ্ধাসহ ৫০ জন নিরীহ গ্রামবাসী। একাত্তরের এই দিনে মাধপুর বটতলায় পাকিস্তনি সেনাবাহিনীর গাড়িবহর থেকে বৃষ্টির মত গুলি চালায় পাকবাহিনী। এ সময় সম্মুখ যুদ্ধে হাবিবুর রহমান রাজু, আব্দুর রাজ্জাক, ওহিদুর রহমান, আব্দুল গফুর, নুরুল ইসলাম, আলী আহমেদ, নবাব আলী মণ্ডলসহ ১৭ জন মুক্তিযোদ্ধাসহ ৫০ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। প্রতি বছর নানা আয়োজনে দিবস পালন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন