ঈশ্বরদীতে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদীস্থ জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়।  
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম তিনি বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ৪২ বছরের পুরনো সকল সাংবাদিকদের আস্থার ঐতিহ্যবাহী বৃহৎ সংগঠন। সদস্যদের যেকোনো প্রয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থা পাশে থাকবে। তিনি আরও বলেন জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যের প্রশিক্ষণের মাধ্যমে পেশার মান উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সালাউদ্দীন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিকল্পনা সচিব ও পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল নাহিদ মিয়া,সংস্থার লালপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন,বক্তব্য সংস্থার ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সংস্থার ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন, সহসাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান, এসময় উপস্থিত ছিলেন সংসার ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম,সহসাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জাকির, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মুজাহিদ, অর্থ সম্পাদক মোঃ আশিকুর রহমান মিথুন মোল্লা, ক্রীড়া, সাহিত্য ও  সংস্কৃতি সম্পাদক আহমেদ রেজা খান রানা,আইন বিষয় সম্পাদক মোঃ মনির হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিলুফা ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য মোঃ মজিবর রহমান সরদার,কার্যনির্বাহী সদস্য মোঃ সজিব হোসেন, সদস্য মোঃ আক্তার হোসেন, সদস্য মোঃ মেহেদী হাসান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন