জনশুমারি ও গৃহগননা ২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় ২৫৮ টি ট্যাব বিতরণ করেছে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে।
১০ এপ্রিল সোমবার সকাল ১১ টার সময় উপজেলা মিলনায়তনে ৪৩ টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের ২৫৮ জন শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের এই ট্যাব তুলে দেন (পাবনা-৪) আসনের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টিএম, রাহসিন কবিরের সভাপতিত্বে ট্যাব বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জুামান, উপজেলা পরিসখ্যান তদন্তকারী কর্মকর্তা ফজলে এলাহী প্রমূখ।
দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমরা আনন্দিত, এই উপহার আমাদের শিক্ষা জীবনের একটি অনুপ্রেরনা হয়ে থাকবে, ট্যাব পেয়ে পড়াশুনার উৎসাহ বেড়ে যাবে এবং জ্ঞানার্জনের ভান্ডার হিসেবে ট্যাব ভূমিকা রাখবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে এসব শিক্ষার্থীরা অবদান রাখবে, দেশকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্য নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন,স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে আধুনিক ট্যাব তুলে দিয়েছেন, এ ট্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞানার্জনের পাশাপাশি তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এসব মেধাবী শিক্ষার্থীরা একসময় স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।