ঈশ্বরদী-আটঘরিয়ার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫৫ দুস্থ রোগীর চিকিৎসার জন্য ২৭ লাখ ৫০ হাজার টাকা দিয়ে সরকারিভাবে সহায়তা করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৯ জন ঈশ্বরদী উপজেলার এবং ১৬জন দুস্থ আটঘরিয়া উপজেলার রোগী এই সহায়তা পেয়েছেন,
২৭ এপ্রিল বৃহস্পতিবার ঈশ্বরদীর আকবরের মোড় নিজস্ব বাসভবনে (পাবনা-৪) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এর বাসভবনে প্রত্যেক রোগীদের ৫০ হাজার টাকার চেক হাতে তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবির ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন (পাবনা-৪) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সহ আটঘরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।