ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে তাফসির আহমেদ মনা (২৫) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছ,
১৭ জুন শনিবার রাতে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপির মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মনা ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের তানজুর রহমান তুহিনের ছেলে।
জানা যায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে, মনা রাত ১১টার দিকে এমপির মোড় এলাকায় কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসে বসে ছিল, এ সময় ৪ জনের একদল অস্ত্রধারী তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে মনাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দেন।পরে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়। ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।