ঈশ্বরদীতে মাদকদ্রব্য (৬ কেজি) গাঁজাসহ নবাব খান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) দুপুর ২.৩০ মিনিটের সময় উপজেলার সাড়া ঝাউদিয়া গোরস্থান সংলগ্ন নিজ বসতবাড়ি থেকে আসামিকে আটক করা হয়, আটককৃত আসামী মানিকগঞ্জ সদর উপজেলার চরগড় পাড়া গ্রামের মৃত লাল চাদ এর ছেলে।
এ সময় তার কাছে থেকে নগদ ২২,৫০০ টাকা জব্দ করা হয়। ঈশ্বরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) শাহীন কাদির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রুজু করা হয়েছে, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানা যায়।
Tags
ঈশ্বরদী