২৩ জুন শুক্রবার সকাল আটটায় ঈশ্বরদী স্টেশন রোডস্থ উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী শুভ সূচনা করে উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
ঈশ্বরদীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সুদৃশ্য বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,(পাবনা- ৪) আসনের জাতীয় সংসদ সদস্য ঈশ্বরদী-আটঘরিয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল্লাহ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহজাবিন শিরিন পিয়া,উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, মুরাদ মালিথা, বিশ্বাস ফাউন্ডেশন এর চেয়ারম্যান যুবনেতা নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক সজীব মালিথাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয়। পরে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটাতে এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়, আজকে ২৩ জুন ঐতিহাসিক বাংলাদেশ আওয়ামী লীগের (৭৪তম) প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রদর্পণ করেছে।