মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ ঈশ্বরদীতে এই প্রথম ব্যতিক্রম উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার গোকুলনগর মিশন মাঠে এ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাদকে না বলেন, সুস্থ সুন্দর ও স্মার্ট বাংলাদেশ গড়ি প্রধানমন্ত্রী মানবতার মা ,মাদার অফ দ্যা হিউমেনেটি ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হানিসার হাতকে শক্তিশালী করতে এই স্লোগানকে সামনে রেখে যুব সমাজের উদ্যেগে আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে পিকে স্পোর্টিং ক্লাব মাজদিয়া ২-১ গোলে গোকুলনগর শিশির হার্ড স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে সর্বোচ্চ গোলদাতাকে একটি ঘোড়া উপহার দেওয়া হয়। বিজয়ী দল মাঝদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোঃ রেজওয়ান হাতে ঘোড়া উপহার তুলে দেওয়া হয়, পরে অতিথিরা বিজয়ী দলের হাতে ২৪ ইঞ্চি ডিজিটাল এলইডি মনিটর ও রানার্স আপ ও ১৮ ইঞ্চি এলইডি মনিটর তুলে দেন।ব্যাতিক্রম এ খেলা দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমান।১ নং সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার রাজশাহী শাখার ক্রীড়া বিশ্লেষক আইনুল ইসলামের সঞ্চালনায় এ টুর্ণামেন্ট অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস ও তার সহধর্মিণী উপজেলা যুব মহিলালীগের যুগ্ম সাধারন সম্পাদক নাহিদা মুন্তাসির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার সজিব হোসেন,ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জাহিদ হাসান, সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইখলাছুর রহমান বাবু, সাঁড়া ইউনিয়ন মহিলা সংরক্ষিত আসনের নারী সদস্য চায়না বেগম যুবলীগ ছাত্রলীগ আরো অনেকেই সে সময় উপস্থিত ছিলেন।