মেহেদী হাসান স্টাফ রিপোর্টঃ ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে, নিহত ভরত চন্দ্র সরকার মৃত নারায়ন চন্দ্র সরকাররে ছেলে।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (১৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনায় আহত সবাইকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা হাসপাতালে প্রেরণ করেন। পাকশী হাইওয়ে পুলিশের এএসআই বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে পাবনার দিকে আসছিল আর ট্রাক পাবনা থেকে নাটোরের দিকে যাচ্ছিল পথিমধ্যে মুলাডুলি ইউনিয়নের ফার্মগেট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয় ও ১০ জন গুরুতর আহত হয়। তিনি আরো বলেন এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।