ঈশ্বরদীতে উঠোন বৈঠক অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার:বাংলাদেশকে সুইজারল্যান্ডের মত উন্নত দেশ গঠনের জন্য আরও একবার আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে এবং দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে বলে মন্তব্য করেছেন,বাংলাদেশ বার কাউন্সিল অর্থ কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রিয় আওয়ামীলীগনেতা এ্যাডভোকেট রবিউল আলম বুদু। 

মঙ্গলবার বিকেলে আলহাজ¦ মোড়ে লক্ষিকুন্ডা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই উঠোন বৈঠকে হাবিবুর রহমান মাস্টারের  সভাপতিত্বে  আওয়ামীলীগনেতা সাখাওয়াত হোসেন মালিথা, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ফিরোজুল ইসলাম জুয়েল, মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন,শরীফ মালিথা,রিপন হোসেন ও জয় মালিথা. এড.আবদুস সালাম উপস্থিত ছিলেন। এর আগে তিনি সলিমপুর ইউনিয়নের ছিলিমপুর মোড়ের ধানখোলায় স্থানীয আওয়ামীলীগ ও যুবলীগ আয়োজিত  অনুরুপ উঠোন বৈঠকে এড.রবিউল আলম বুদু বলেন,মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে এদেশে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। বাংলাদেশ বার কাউন্সিল অর্থ কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রিয় আওয়ামীলীগনেতা এ্যাডভোকেট রবিউল আলম বুদু।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন