মেহেদী হাসান,স্টাফ রিপোর্টারঃ ঈশ্বরদীতে বাংলাদেশ যুব মহিলা লীগের (২১তম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচির আয়োজন করা হয়।
৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার সময় শহরের স্টেশন রোড আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা হয়।
এরপরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভা শেষে কেক কাটা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
২১তম যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসিন লাকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনার সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,(পাবনা-৪) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা, বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান এমপি পুত্র যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,ও তার সহধর্মিনী ঈশ্বরদী উপজেলা যুব মহিলালীগের যুগ্ন সাধারন সম্পাদক নাহিদা মুনতাসির, মাহমুদা বেগম, উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস রুনু, পৌর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেবি খাতুন, নিলুফা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন পৌর যুব মহিলা লীগের সভাপতি শেখ মিতা, সাধারণ সম্পাদক শাম্মি আহসান, জোসনাসহ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের অসংখ্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।