ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

 
স্টাফ রিপোর্টারঃ ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত।

মঙ্গলবার ২৫ জুলাই বেলা ১১ টার সময় ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালীতে অংশগ্রহণ করেন,পরে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন,পাবনা-৪ ( ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, পরে ঈশ্বরদী উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলি মালিথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি,এম রাহসিন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার ও মাছচাষিবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন