ঈশ্বরদীতে নাইট ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত

 

জাহিদুল ইসলাম নিক্কনঃ ঈশ্বরদী ঝারপুকুর মাঠে প্রাঙ্গণে মরহুম সোহেলা রানা জিপ্পু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। 

২৫আগস্ট শুক্রবার রাত ৯টায় ঈশ্বরদী পৌর ৬ নং ওয়ার্ডের ঝারপুকুর মাঠে এই নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি (পাবনা-৪) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন ও খেলা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাশেম আলী,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রহিমা খাতুন, পৌর আঃলীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, যুবনেতা ও বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন