জাহিদুল ইসলাম নিক্কনঃ ঈশ্বরদী মুলাডুলি ষ্টেশন মাঠ প্রাঙ্গণে নাইট ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন,(পাবনা-৪) আসনের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।
২৮ আগস্ট সোমবার রাত ৮ টার সময় অসংখ্য ফুটবল টুর্ণামেন্ট প্রেমিক দর্শকদের সাথে নিয়ে এমপি পুত্র যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস তার নিজ হাতে সুদৃশ্য ফানুস উড়িয়ে ফাইনাল খেলা উপভোগ করেন,
নাইট ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা শেষে উভয় দলের মাঝে পুরষ্কার বিতরন করেন,মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী থানার চৌকস অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার,পৌর আঃলীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা,এমপি পুত্র যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, মুলাডুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন খন্দকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।