১৫ আগস্ট জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী

 

স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে,

আজ ১৫ আগস্ট সকালে স্টেশন রোডস্থ ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন,কালোবাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন (পাবনা-৪) আসনের জাতীয় সংসদ সদস্য মাটি ও মানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

উল্লেখ্য, ১৯৭৫সালের ১৫আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল,শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

এই সময় উপস্থিত ছিলেন,পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য সাকিবুর রহমান শরীফ (কনক), ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাবেক পৌর মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রশিদুল্লাহ, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডলসহ ঈশ্বরদী উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুব মহিলালীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন